স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান গুলো সরকারি খাতে নানা ধরনের বিশেষ কর্মকান্ড সম্পাদনের উদ্দেশ্যে সংসদীয় অনুমোদন সাপেক্ষে গঠিত হয়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো কর্পোরেশন, বোর্ড, ইনস্টিটিউট, কর্তৃপক্ষ ইত্যাদি নামে পরিচিত।ইংরেজি অটোনমি শব্দের অর্থ থেকে স্বায়ত্তশাসন শব্দটি এসেছে।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি ?
যে সকল প্রতিষ্ঠান পরিচালনা নিয়ন্ত্রণের জন্য নিজস্ব রুলস ও রেগুলেশন রয়েছে ও এগুলোতে সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না সে গুলোকে বলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গুলো সরকারের বাজেটের উপর নির্ভরশীল হতে পারে আবার না হতেও পারে।
স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহঃ
- এ ধরনের প্রতিষ্ঠানগুলো বোর্ড বা গভর্নিং বডি দ্বারা পরিচালিত হয়।
- স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে একজন চেয়ারম্যান থাকে।
- এগুলো সরকারি নিয়ন্ত্রণ ও নীতিমালায় পরিচালিত হয়।
- এগুলোর আলাদা নিয়োগ নীতিমালা থাকে।
নিচে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর বর্ণনা দেয়া হল-
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাঃ
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা কে সংক্ষেপে এনএসআই বলে। এনএসআই সরকারের নিরাপত্তা, কাউন্টার ইন্টেলিজেন্স ও বৈদেশিক গোয়েন্দা সম্পর্কিত ব্যাপারগুলোতে ভূমিকা পালন করে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডঃ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এটি ১৯৫৭ সালে জাতিসংঘের অধীনে গঠিত হয়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনঃ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি কৃষির উন্নয়নসহ বীজ সরবরাহ ভূগর্ভস্থ পানি ব্যবহার ও কৃষকদের সেচের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনঃ
এই সংস্থা বাংলাদেশে কিভাবে মৎস্যপালন, কিভাবে হিমাগারে মৎস্য সংরক্ষণ করা যায়, নিলাম, পরিবহন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীঃ
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বা বার্ড পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি কুমিল্লা শহরে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। পল্লী অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের পরিচালক দার্শনিক ও সমাজসেবক ডঃ আখতার হামিদ খান।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডঃ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কে সংক্ষেপে বলা হয় বিআরডিবি। ১৯৮২ সালে বিআরডিবি প্রতিষ্ঠিত হয় গ্রামীণ এলাকার উন্নয়নের লক্ষ্যে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডঃ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কে সংক্ষেপে বি আর ইবি বলা হয়। এটি একটি বাংলাদেশের স্বায়ত্তশাসিত সংস্থা যার দায়িত্ব হলো বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেয়া। বি আর ইবি আশিটি পল্লীবিদ্যুৎ সমিতির মাধ্যমে গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেয়।
বাংলাদেশ ট্যারিফ কমিশনঃ
বাংলাদেশ ট্যারিফ কমিশন এর পূর্ব নাম ছিল পাকিস্তান ট্যারিফ কমিশন। স্বাধীনতার পর বাংলাদেশ ট্যারিফ কমিশন নামে আত্মপ্রকাশ করে ১৯৭৩ সালের ২ জুলাই। ট্যারিফ কমিশনের প্রধান কাজ দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ করা।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনঃ
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কে সংক্ষেপে বিপিসি বলা হয়। এটি রাষ্ট্রপ্রতির অধ্যাদেশ বলে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি অপরিশোধিত এবং পরিশোধিত জ্বালানি তেল ও লুব্রিকেন্ট আমদানি ও পেট্রোলিয়াম জাতীয় পণ্য বিতরণ ও বিক্রি করে।
উপজেলা পরিষদঃ
উপজেলা পরিষদ হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ একক এবং একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনঃ
এটাকে সংক্ষেপে পেট্রোবাংলা বলা হয়। এটি বাংলাদেশের জাতীয় তেল কোম্পানি। বাংলাদেশের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন ও বাজারজাতকরণের কাজ করে থাকে। এটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় এবং এ সংস্থার অধীনে ১১ টি কোম্পানি আছে।
ইসলামিক ফাউন্ডেশনঃ
ইসলামিক ফাউন্ডেশন হল বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এ সংস্থার কাজ হল ইসলামের আদর্শ ও মূল্যবোধ প্রচার করা এবং সে সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করা। এটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটঃ
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য চাষ পরিকল্পনা, সমন্বয় ও গবেষণার জন্য ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি স্বায়ত্বশাসিত জাতীয় গবেষণা সংস্থা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সঃ
এটি বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনঃ
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একটি বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান। ১৯৭৩ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয় এবং এর প্রধান উদ্দেশ্য হলো, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আণবিক শক্তি উৎপাদন ও এটি নিয়ে গবেষণা করা।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলঃ
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বা বিসিসি বাংলাদেশের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ক নিয়ন্ত্রক স্বায়ত্তশাসিত সংস্থা। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি খাতের কার্যকর করা এবং পদ্ধতিগত বৃদ্ধি নিশ্চিতকরণে নীতি প্রণয়ন করা বিসিসির প্রধান কাজ।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডঃ
বিটিসিএল বাংলাদেশেরটেলিফোন সংস্থা ও দেশের সর্ববৃহৎ টেলিযোগাযোগ কোম্পানি। এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনঃ
বিআরটিসি বাংলাদেশ সড়ক পরিবহন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত। এটি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা। এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
আরো কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ
- বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ
- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
- গভর্নেন্স ইনোভেশন ইউনিট
- এনজিও বিষয়ক ব্যুরো
- স্পেশাল সিকিউরিটি ফোর্স
- উপ- আঞ্চলিক সহযোগিতা সেল
- বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল
- পল্লী উন্নয়ন একাডেমী
- সেন্টার ফর পলিসি ডায়ালগ
- বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান
- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
- বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট
- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
- কৃষি তথ্য সার্ভিস
- কৃষি বিপণন অধিদপ্তর
- বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ
- বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট
- হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
- রপ্তানি উন্নয়ন ব্যুরো
- ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ
- আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের অফিস
- বাংলাদেশ চা বোর্ড
- বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট
- দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টস অব বাংলাদেশ
- বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর
- বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট
- হাইড্রোকার্বন ইউনিট
- বিস্ফোরক অধিদপ্তর
- খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো
- পাবলিক বিশ্ববিদ্যালয়
- বাংলাদেশ পাওয়ার ডেভেলোপমেন্ট বোর্ড
- পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন
- বাংলাদেশ স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন
- সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
- বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার
- বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ
- বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট
- বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট
- বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড
- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড
- বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি
- বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলারিটি কমিশন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড
- টেলিফোন শিল্প সংস্থা
- বাংলাদেশ পাটকল কর্পোরেশন
সিভি লেখার নিয়ম চাকুরির ইন্টারভিউ এ ডাক পাওয়ার জন্যে
বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা থাকলে চাকুরীর ক্ষেত্রে আবেদন করার সময় কোনো সমস্যা হয় না। তাছাড়া সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কাজ সম্পর্কে ভালোভাবে ধারণা হয়। তাই এই আর্টিকেলের মধ্য দিয়ে আশাকরি সমাধান পাওয়া যাবে।
আপনি চাইলে আমদের ফেসবুকে লাইক দিয়ে সাথে থাকতে পারেন। https://www.facebook.com/Bekarcombd