যেকোনো সফলতার পিছনে যে মূল মন্ত্রটি কাজ করে তা হল পরিশ্রম। আমাদের মনে রাখতে হবে যে সফলতার কোন সহজ রাস্তা নেই। আমরা প্রতিনিয়ত যে ভুলটা করি সেটা হল গ্রাজুয়েশন শেষ করার পর কোন রকম প্রস্তুতি ছাড়াই প্রতিযোগিতামূলক পরীক্ষা যুদ্ধে ঝাঁপিয়ে পরি। এতে করে সফলতা তো দুরে থাক বরং নিজেদেরকে হতাশায় ডুবিয়ে দেই। তাই আগে থেকে একটি গোছানো প্রস্তুতি নিলে সময় নষ্ট হয় না। অনেকে দ্বিধায় থাকেন কিভাবে ব্যাংক জব প্রস্তুতি শুরু করবেন। কিভাবে পড়াশোনা করলে সরকারি থেকে শুরু করে বেসরকারি ব্যাংক জব প্রস্তুতি নেয়া যাবে? এই আর্টিকেলে ব্যাংক জব প্রত্যাশীরা কিভাবে প্রস্তুতি নিয়ে সরকারি এবং বেসরকারি ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে পারবেন সেটা নিয়ে আলোচনা করা হলো। আশা করি কিছুটা হলেও কাজে আসবে।
পরীক্ষা পদ্ধতিঃ আসুন জেনে নেয়া যাক ব্যাংক জব এর পরীক্ষা পদ্ধতি কেমন হয়?
- বেশিরভাগ ব্যাংকে প্রথমে বাছাই পরীক্ষা হয় mcq স্টাইলে।
- কোন কোন ব্যাংকে এমসিকিউ এর সাথে কিছু রিটেন এলিমেন্ট ও যোগ হয়।
- তারপর হয় লিখিত পরীক্ষা।
- তারপর মৌখিক পরীক্ষা
ব্যাংক জব প্রস্তুতিঃ পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসে?
এমসিকিউ অংশঃ
- ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন
- ম্যাথমেটিক্স
- অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি
- কম্পিউটার লিটারেসি
- জেনারেল নলেজ
লিখিত অংশঃ লিখিত অংশে যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো হল
- ট্রানসলেশন- এ অংশে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা ট্রানসলেশন আসে। এখানে ইংরেজি সম্পর্কে পরিপক্ক জ্ঞান থাকতে হবে তাহলে এ অংশে ভালো করা যায়।
- এসএ/ লেটার রাইটি- এগুলো আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি। তাই এ অংশ নিয়ে তেমন কিছু বলার নেই।
- ক্রিটিকাল রাইটিং- এ অংশে যেকোনো একটি বিষয় দেয়া থাকে। সেটার পক্ষে এবং বিপক্ষে যুক্তি সহকারে লিখতে হয়। প্রাকটিস করলে এ অংশে সহজে উত্তর করা যায়।
- ম্যাথমেটিক্স- এ অংশে দুইটা বা তিনটা ম্যাথ আসে।
- বাংলা- এ অংশ থেকে কখনো প্রশ্ন আসে আবার কখনো আসেনা।
মোটামুটি পরীক্ষায় এসব বিষয়েএ উত্তর করতে হয়।
ব্যাংক জব প্রস্তুতিঃ কি কি বই পড়তে হবে?
পরীক্ষার জন্য ইংরেজি, অংক, বাংলা,সাধারণ জ্ঞান বিষয়ে যেসব বই ভালভাবে ফলো করলে আশানুরপ ফল পাওয়া যায় সেগুলোর সাজেশন দেয়া হল।
ইংরেজিঃ
- পছন্দের একটা গ্রামার বই।
- ব্যরেন্স জি আর ই ভোকাবুলারি বই।
- সাইফুর’স ভোকাবুলারি বই।
- সাইফুর’স আনালজি বই।
- কমন মিসটেক ইন ইংলিশ।
- একটা ব্যাংক জব গাইড।
- আইবিএ, এমবিএ, ইভিনিং এমবিএ ( DU) কোশ্চেন ব্যাংক।
- সাইফুর’স এমবিএ এডমিশন গাইড।
ম্যাথঃ
- সাইফুর’স ম্যাথ
- Mp3 ম্যাথ
- GRE ম্যাথ বাইবেল
- ব্যাংক জব গাইড
- আইবিএ, এমবিএ, ইভিনিং এমবিএ( DU) কোশ্চেন ব্যাংক
- সাইফুর’স এমবিএ(DU) কোশ্চেন ব্যাংক
- সাইফুরস এমবিএ এডমিশন গাইড
ব্যাংক জবের জন্য গুরুত্বপূর্ণ অংশ ম্যাথ। প্রথমের দিকে এগুলো কঠিন লাগবে কিন্তু অনুশীলন করতে করতে সবকিছু নিজের দখলে আসবে।
বাংলা এবং সাধারণ জ্ঞানঃ
- Mp3 বাংলা বই।
- অগ্রদূত বাংলা বই
- শীকর বাংলা ভাষা ও সাহিত্য
- সাধারণ জ্ঞান এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স
কম্পিউটারঃ
- এই অংশের জন্য উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা
- ইজি কম্পিউটার বই
ব্যাংক জব প্রিপারেশন – ব্যাংক জব পাওয়ার উপায়
আমি আগেই বলেছি ব্যাংক জব বা যে কোন জব পাওয়ার জন্য পরিশ্রমের কোন বিকল্প নেই। নিজের জন্য কিছু পরিকল্পনা তৈরি করে প্রস্তুতি নেওয়া শুরু করুন। প্রস্তুতির জন্য কিছু বিষয় খেয়াল রাখতে পারেন-
- আপনাকে অবশ্যই রুটিন ফলো করে পড়তে হবে। ম্যাথ এবং ইংরেজি বিষয়ে গভীরে গিয়ে পড়াশোনা করুন।
- যতদিন জব না পাচ্ছেন ততদিন বন্ধু- বান্ধবদের থেকে আলাদা থাকুন। চাকরি না পেলে আপনার অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তুলতে দ্বিধা করবে না।
- হতাশ না হয়ে নিজের ভিতরে জেদ তৈরি করুন।
- প্রয়োজনে বারবার লিখে অনুশীলন করুন।
- লিখিত অংশে ভাল করার জন্য দৈনিক বাংলা এবং ইংরেজি পত্রিকা পড়ার বিকল্প নেই।
সিভি লেখার নিয়ম চাকুরির ইন্টারভিউ এ ডাক পাওয়ার জন্যে
পরিশেষ
ব্যাংক জবের জন্য আপনাকে কঠোর অনুশীলন করতে হবে, এক্ষেত্রে যে কোন ব্যাংকে পরীক্ষা দেয়ার আগে পূর্বের প্রশ্ন সমাধান করুন। গণিত অংশ বারবার অনুশীলন করুন। কারণ ব্যাংক পরীক্ষায় গণিত অংশটা একটু কঠিন হয়। প্রতিদিন নিজে নিজে মডেল টেস্ট দেন। নিজের লক্ষ্যে স্থির থাকুন। সফলতা আসবেই।
আপনি চাইলে আমদের ফেসবুকে লাইক দিয়ে সাথে থাকতে পারেন। https://www.facebook.com/Bekarcombd